যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৫টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মেহেদী হাসান জীবন ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ভবনে প্লাস্টারের কাজ করছিলাম আমরা। ভবনের পাশ দিয়ে ৪৪০ ভোল্টের বিদ্যুতের লাইন গেছে। অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন আলমগীর। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, মাতুয়াইল থেকে এক রাজমিস্ত্রিকে আমাদের এখানে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই ওই মিস্ত্রি মারা যান।
এসএএ/এসকেডি
বিজ্ঞাপন