বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমানকে পাট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাট অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. এনায়েত উল্লাহ খান ইউছুফ। 
 
পাটখাতকে নিরাপদ, শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে কাজ করে পাট অধিদফতর। দেশের পাট উৎপাদন প্রবণ ৪২টি জেলায় পাট অধিদফতরের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
এসএইচআর/এসকেডি