যানজট নেই, রাজধানীতে চলাচলে স্বস্তি
টানা ১৯ দিন পর বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত দুই দিন যানজটে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তবে আজ শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর সড়ক অনেকটাই ফাঁকা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নেই অফিসগামী মানুষের ভিড়। সেই সঙ্গে আজ তুলনামূলক কম যানবাহন সড়কে বেড় হয়েছে। অন্যদিকে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোট গণপরিবহনের অর্ধেক সংখ্যক চলাচল করছে। ফলে রাজধানীর সড়কগুলো আজ অনেকটাই ফাঁকা। যদিও আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে।
বিজ্ঞাপন
করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। ফলে গত ১১ আগস্ট থেকে রাজধানীতে সকল ধরনের গণপরিবহন চলাচল করছে, তবে তা অর্ধেক সংখ্যায়।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কথা হয় পথচারী হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, লকডাউন শেষ হওয়ার পর গত দুই দিন রাজধানী জুড়েই তীব্র যানজট ছিল। আজ সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে রাজধানীর সড়কে খুব বেশি মানুষ নেই। পাশাপাশি সড়কে যানবাহনের সংখ্যাও আজ কম দেখা যাচ্ছে। যারা চাকরি করেন তারা পর পর তিন দিন ছুটি পেয়ে বাড়ি চলে গেছেন। সব মিলিয়ে আজ রাজধানীর সড়ক বিগত দুই দিনের তুলনায় ফাঁকা।
মিরপুর থেকে বনশ্রীর মধ্যে চলাচলকারী আলিফ বাসের চালক তৈয়মুর হকের সঙ্গে কথা গুলশান লিংক রোডে। তিনি বলেন, গত দুদিন রাজধানীর প্রায় সব সিগন্যালেই যানজটে পড়তে হয়েছে। এছাড়া সড়কে প্রচুর যানবাহন ছিল। কিন্তু আজ কোথাও যানজট পাইনি। এছাড়া সড়কে যাত্রী, অন্যান্য যানবাহনও তুলনামূলক কম দেখা গেছে। বাসে আজ সকাল থেকে যাত্রীই পাচ্ছি না, ফাঁকা বাস নিয়ে আজ ট্রিপ মারছি। আমাদের মতো অন্যান্য বাসও আজ গত দুই দিনের মতো যাত্রী পাচ্ছে না।
এএসএস/এইচকে