বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ আগস্ট মাছ ধরতে একটি নৌকায় ১৫ জন জেলে ভোলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট থেকে বঙ্গোপসাগরে যান। ওই দিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। টানা দুইদিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন চ্যানেল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নেটওয়ার্কের আওতায় আসে নৌকাটি। পরে বৃহস্পতিবার (১২ আগস্ট) নৌকার জেলেরা ভাসানচরের কোস্ট গার্ড স্টেশনের কাছে সাহায্য চান জেলেরা। 

তিনি বলেন, খবর পেয়ে পূর্ব জোনের স্টাফ অফিসারের (অপারেশন্স) নির্দেশ মোতাবেক একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার জেলেদের বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ২টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে আনা হয়। সেখানে তাদেরকে খাবার ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এমএসি/এইচকে