মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
প্রতীকী ছবি।
রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা ১১টায় মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কাফরুল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ওই ব্যক্তির পরনে ছিল হাফপ্যান্ট ও একটি হাফ হাতা শার্ট। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। আমরা পুলিশের ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তার বিস্তারিত জানা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ঢাকা পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানা পুলিশ তদন্ত করে দেখছে।
বিজ্ঞাপন
এসএএ/এইচকে