বেশি দামে টিকা কেনা হয়েছে : জাফরুল্লাহর অভিযোগ
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে রাশিয়া দুই কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল। কিন্তু সরকার সেটা নেয়নি। বরং অন্য দেশ থেকে বেশি টাকায় টিকা কেনা হয়েছে বলে অভিযোগ করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যেখানে সাড়ে সাত ডলার দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো টিকা পাওয়া যায়, যেটা ডেল্টা ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি কার্যকর, সেটা না কিনে বেশি দাম দিয়ে অন্য টিকা কেনা হয়েছে। টিকার কথা বলেও টিকা দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, রাশিয়া ২ কোটি টিকা দিতে চেয়েছিল, নিলেন না। প্রাইভেটেও দেননি। খুব ভালো কাজ করেছেন। কিন্তু কত টাকা দিয়ে টিকা কেনা হচ্ছে, সেটা জানার অধিকার সবার আছে। এটা গোপন থাকতে পারে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী দেশে এসে বলেছিলেন, আমার বাবা-মাকে হত্যা করা হয়েছে। তোমরা কাঁদো নাই, আমি তোমাদের কাঁদায়ে ছাড়ব। তাই উনি আজ আমাদের সবাইকে কাঁদাচ্ছেন।
ডেঙ্গু প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, করোনার টিকা দিতে না পারেন, অন্তত ডেঙ্গুর চিকিৎসা করুন। মশারি দিন, প্যারাসিটামল দিন। ডেঙ্গুর চিকিৎসা করতে বেশি কিছু লাগবে না। আপনাকে অনুরোধ করছি ১ লাখ মশারি গরিবের মাঝে বিতরণ করুন। ১০ লাখ প্যারাসিটামল দিন। গোয়ার্তুমি করবেন না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা চিরকাল থাকবে না। তখন সুষ্ঠুভাবে টিকা না দেওয়ার অপরাধে আপনারও বিচার হতে পারে। সেটা হবে খালেদা জিয়ার দণ্ডের চাইতে বেশি। সেদিন আপনার পাশে আমাদের মতো কয়েকজন ছাড়া কাউকে পাবেন না। যেমন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাদের সিদ্দিকী ছাড়া কেউ আওয়াজ করেনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রহিম বীর প্রতীক, জেএসডির কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরল হক নূর প্রমুখ।
টিআই/এমএইচএস