১৫ আগস্ট জাতির জন্য এক কলঙ্কময় দিন
নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর নীতি-আদর্শের কথা তুলে ধরে বিশদ আলোচনা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি মিলনায়তনে আইএমইডি বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে বঙ্গবন্ধুর নানা অবদানের কথা স্মরণ করা হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথি আইএমইডি সচিব বলেন, ১৫ আগস্ট জাতির জন্য এক কলঙ্কময় দিন। আমাদের মতো ক্ষুদ্র মানুষের মুখে দেশের মহান স্থপতির কথা মানায় না। বঙ্গবন্ধু ছিলেন এক বিশাল সমুদ্র দেশ মায়ের মহান সন্তান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছেন।
এসআর/এসএম
বিজ্ঞাপন