রাবির আহত ছাত্রনেতা মাসুদকে অনুদান দিলেন তথ্য প্রতিমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪ সালে জামায়াত-শিবিরের নারকীয় হামলায় আহত ও পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের কাছে প্রতিমন্ত্রী এ অনুদানের টাকা হস্তান্তর করেন। মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এ সময় প্রতিমন্ত্রী মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।
আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার ব্যবস্থা হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন তিনি।
বিজ্ঞাপন
ভবিষ্যতে চলার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন মাসুদ।
এসএইচআর/ওএফ