ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া

চিকিৎসার জন্য ভারতের মুম্বাই গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক স্বপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৭টায় ঢাকা ত্যাগ করেছেন। তিনি হেলিকপ্টারযোগে যশোরে যান। সেখান থেকে হরিদাসপুর হয়ে সড়ক পথে দমদম বিমানবন্দর যাবেন। তারপর ‌বিমানযোগে মুম্বাই পৌঁছাবেন।

তার দুই কন্যা ও মেয়ের জামাতা সফরসঙ্গী হয়েছেন। ডেপুটি স্পিকার সকলের কাছে দোয়া চেয়েছেন।

এইউএ/এসএসএইচ