রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আরিফ ঢাকা পোস্টকে বলেন, বাড্ডা এলাকার আফতাবনগরে একটি প্লটে কাজ করার সময় পানির মটরের সুইচ দিতে গিয়ে আজিজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই অচেতন হয়ে পড়ে। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তারা আফতাবনগরের এম ব্লকের ১১ নম্বর রোডে থাকেন। আজিজুরের বাড়ি কুড়িগ্রাম জেলার আলীপুরের বকশীপাড়া এলাকায়।

আজিজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আফতাবনগর থেকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ