রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যাদের ভিসা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে, তাদেরকে রাশিয়ার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষার্থী চলতি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং রাশিয়ান ভিসা প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণের পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে ভিসা প্রদানের অনুরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য যেতে পারছেন না। এরমধ্যে রাশিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাও রয়েছেন। উদ্বিগ্ন শিক্ষার্থীরা এ নিয়ে বিদেশি দূতাবাসগুলো ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও চালানো হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা।  

এনআই/ওএফ