চীন থেকে সার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের সাত নাবিকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। পরে ওই জাহাজ থেকে সার খালাস বন্ধ করে দেওয়া হয়েছে।  

রোববার চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ থাকায় জাহাজের ২১ নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

জানা গেছে, চীনের ন্যানটং বন্দর থেকে আসা জাহাজটির নাম এমভি সেরেন জুনিপার। এতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে। ১২ আগস্ট জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছায়। বর্তমানে এটি বন্দরের বহির্নোঙরে রয়েছে।

জাহাজে থাকা ২১ নাবিকের মধ্যে অন্তত সাতজনের জ্বর দেখা যায়। জাহাজের ক্যাপ্টেন স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে বিষয়টি বন্দরের স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

কেএম/আরএইচ