স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী/ ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশসমূহে সমতার ভিত্তিতে টিকা সরবরাহ নিশ্চিত করতে বৈশ্বিক অঙ্গীকার এবং অংশীদারিত্ব জোরদার করতে হবে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), ইউএনডিপি এবং হেলথ ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (হিটাপ) আয়োজিত 

‘ডিসকাশন টু শেয়ার নলেজ অন ইকুয়াবিলিটি কোভিড-১৯ ভ্যাকসিনেশন’-এর ভার্চুয়াল গোলটেবিল বৈঠক সিরিজের ১ম বৈঠকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

স্পিকার বলেন, আমাদের দেশের জনগণকে দ্রুততম সময়ের মধ্যে টিকা সরবরাহ করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে স্থানীয় সরকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইউএনডিপির রিজিওনাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হাকান জর্কম্যান স্বাগত বক্তব্য রাখেন। থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

বৈঠকে পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সভাপতি প্রফেসার হাবিবে মিল্লাত এমপি, ঘানার ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলিসি মিমি ডার্কো এবং ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) প্রফেসর গগণদ্বীপ কাং বক্তব্য রাখেন। 

এইউএ/এইচকে