জুট করপোরেশনের নতুন চেয়ারম্যান শশাঙ্ক শেখর ভৌমিক
শশাঙ্ক শেখর ভৌমিক
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব শশাঙ্ক শেখর ভৌমিককে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মানিক লাল বণিককে কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, অবসরে যাওয়ার সুবিধার্থে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আফজাল হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) পার্থপ্রতীম দেবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওেএসডি) করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/আরএইচ