শিগগিরই ভ্যাকসিন পাবে বাংলাদেশ
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী
বাংলাদেশ শিগগির অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী। তবে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি তিনি।
শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের মূখোমুখি হয়ে হাইকমশিনার এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ভারত আগের অবস্থানেই আছে। দ্রুত বাংলাদেশে ভারতের ভ্যাকসিন আসবে।
কবে নাগাদ ভ্যাকসিন আসতে পারে এমন প্রশ্নের উত্তরে হাইকমিশনার জানান, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুর দিকে ভারতের ভ্যাকসিন রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে কী-না এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দেশটির ভ্যাকসিন নিষেধাজ্ঞা ইস্যুতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালানোর পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে ভারতের ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানায়।
সোমবার (১১ জানুয়ারি) বিকেল করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চলতি (জানুয়ারি) মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
এদিকে আজ থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ভারত। শুরুর দিনে প্রায় তিন লাখ ভারতীয় নাগরিক ভ্যাকসিন প্রয়োগ করার কথা আসে দেশটির গণমাধ্যমে।
এনআই/এমএইচএস