আইন অনুযায়ী বিএসটিআই-র ছাড়পত্র ছাড়া আমদানি করা ইলেকট্রিক পণ্য আয়রন ও এয়ার কন্ডিশনার বিক্রয়, বিতরণ, বাজারজাত ও প্রদর্শন করার অপরাধে বেস্ট ইলেকট্রনিক্সকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। 

রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। 

প‌ণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা‌টি জানায়, ২৬ আগস্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে রাজধানীর বাড্ডা এলাকায় বেস্ট ইলেকট্রনিক্সে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী ছাড়পত্র ছাড়া আমদানি করা ইলেকট্রিক আয়রন ও এয়ার কন্ডিশনার বিক্রয়, বিতরণ, বাজারজাত ও প্রদর্শন করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) মনির হোসেন।

এদিকে, সনদ ছাড়াই বেকা‌রি খাদ্যপণ্য তৈ‌রি, বাজারজাত ও বি‌ক্রির অপরা‌ধে প্রাণ গ্রুপের ‘মিঠাই’কে জরিমানা করা হয়েছে। 

একইদিন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে রাজধানীর বাড্ডা এলাকায় প্রাণ গ্রুপের মিষ্টান্ন ও বেকা‌রি খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্র রিটেইল চেইনশপ ‘মিঠাই’তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি আইন অনুযায়ী, বিএসটিআইর মোড়কজাত সনদ না নি‌য়ে পাউরুটি, বিস্কুট, কেক, শনপাপড়ি, দই, বাটার কুকিজসহ বি‌ভিন্ন খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও প্রদর্শন কর‌ছে। এসব অপরাধে মিঠাই‌ কর্তৃপক্ষ‌কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সংস্থা‌টির পরিদর্শক (মেট) রোশনা আক্তার। 

এসআই/এইচকে