করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসছে। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা পৌঁছানোর কথা রয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের ২০ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে টিকার সংকট হবে না জানিয়ে জাহিদ মালেক বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আশা করি ৭-৮ কোটি মানুষকে টিকার আওতায় আনতে পারব বা আরও বেশি করতে পারি, যদি টিকা এভেইলেবল হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে আসবে।

মন্ত্রী বলেন, আমরা টিকার যেভাবে প্রতিশ্রুতি পেয়েছি এবং অর্ডার দিয়েছি তাতে আগামীতে খুব একটা অভাব দেখা দেবে না। যদি ১৬ কোটি টিকা পেয়ে যাই, তাহলে আমরা ৮ কোটি লোককে দিতে পারব। এ টিকাগুলো ডিসেম্বরের মধ্যে আসার কথা। কোভ্যাক্সের টিকা, যেটা ফ্রি আসবে, সেটাও কিছু পাব।

প্রসঙ্গত, সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। নতুন করে আজ আবার ২০ লাখ ডোজ টিকা আসছে। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সিনোফার্ম থেকে সবমিলিয়ে সাত কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হচ্ছে। এর মধ্যে দেড় কোটি ডোজের দাম ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি ছয় কোটি টিকার বিষয়ে কাজ চলছে।

টিআই/এসএসএইচ