ভিন দেশে কাজ করছেন বাংলাদেশি প্রবাসীরা/ ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বাহরাইন থেকে দেশে ফেরা বাংলাদেশি কর্মীদের আবার দেশটিতে পাঠানোসহ পুনরায় ভিসা চালু করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

রোববার (১৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাহরাইন থেকে করোনায় দেশে ফেরা বাংলাদেশি প্রবাসীদের সেখানে পাঠাতে সরকার সচেষ্ট রয়েছে। একইসঙ্গে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ভিসা চালুর বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য দেশটির সরকার এবং বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ঢাকা। তবে বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়টি দেশটির একান্ত এখতিয়ার।

এদিকে, ২০১৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ রয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় চার লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। এসব বাংলাদেশিরা মূলত দেশটির নির্মাণশিল্প, পরিচ্ছন্নতাকর্মী ও গাড়ি চালানোর কাজসহ কিছু ছোট ছোট ব্যবসা পরিচালনা করছেন।

মন্ত্রণালয় জানায়, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির পূর্বে দেশে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে ইতোপূর্বে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল।

ফলে ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তাদের বিষয়টি বিবেচনার জন্য সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং তাদের তালিকা ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখনও যারা রেজিস্ট্রেশন করেনি তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে।

করোনা পরিস্থিতিতে বাহরাইন সরকার কাউকে জোর করে দেশে পাঠায়নি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক প্রবাসী বাংলাদেশি করোনা পরিস্থিতিতে বা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরত আসেন। বাহরাইন সরকার কেবল জেলে অবস্থানরত বা ডিপোর্টেশন ক্যাম্পের প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠায়।

মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতিতে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস সাধারণ ক্ষমার আওতায় সেদেশে অবস্থিত ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশির ভিসা নিয়মিত করা হয়েছে। এখনও ২৫ হাজার বাংলাদেশি অনিয়মিত রয়েছে বলে জানা গেছে।

অনিয়মিত বা ভিসার মেয়াদোত্তীর্ণ বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনার জন্য বাহরাইন সরকারকে অনুরোধ করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এর মধ্যে বাহরাইন থেকে ফিরেছেন দুই হাজার ৬৩৫ জন কর্মী, এদের মধ্যে নারী কর্মী রয়েছে ২৭২ জন।

এনআই/এফআর