মানুষ ছোট হলেও ওসমানীর সাহস ছিল বাঘের মতো
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মানুষ হিসেবে ছোট হলেও তার গোঁফ ছিল অনেক বড়। তার আত্মা ছিল আরও অনেক বড়, কলিজা ছিল আরও অনেক বড় এবং সাহস ছিল বাঘের মতো। বুধবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, পাকিস্তান আমলে সেনাবাহিনীতে বাঙালি অফিসার নেওয়া হতো মাত্র দুই শতাংশ। তার মধ্যে কাউকে মেজরের ওপরে উঠতে দিত না। কিন্তু আমাদের একজন কর্নেল ছিলেন, তিনি আমাদের ওসমানী।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তখন তার নাম শুনতাম কিন্তু কখনও তাকে দেখিনি। আমাদের গর্ব হতো যে আমাদের একজন কর্নেল আছে। তিনি তার জীবনের শ্রেষ্ঠ কাজ রেখে গেছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে।
এম এ মান্নান জানান, একটানা ২০ বছর দেশের মূল ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। মূল ইতিহাস থেকে বিকৃত করে প্রতি-বিপ্লবের ইতিহাস রচনা করা হয়েছিল। এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঠান্ডা মাথায়, কৌশলের সঙ্গে দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী এবং স্বাধীনতা সংহত ও দৃঢ় করার জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। বিশেষ করে যারা বাঙালিকে পছন্দ করে না, বাংলা শব্দ শুনলে যারা মনে প্রাণে অস্বস্তিবোধ করে বা ভালো লাগে না তাদের দমন করার জন্যও আমাদের ঐক্যের প্রয়োজন।
বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মশিউর রাব্বানী আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পরিচালনা করেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের মহাসচিব এম এ রকিব খান। এতে আলোচক হিসেবে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. মো. আবু তারিক, বীর মুক্তিযোদ্ধা কবি মো. আব্দুল খালেকসহ আরও অনেকে।
এসআর/এসএসএইচ