চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) করোনায় মারা গিয়েছিলেন পাঁচ জন, শনাক্ত হয়েছিলেন ১৪৫ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৯ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১২ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ায় ৬, বাঁশখালীর এক, চন্দনাইশের চার, রাউজানে ১৫, হাটহাজারীতে এক, সীতাকুণ্ডে চার ও ফটিকছড়িতে ১০ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬২৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭২ হাজার ৪২৩ জন। বাকি ২৭ হাজার ২০৩ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃতদের তিন জন চট্টগ্রাম নগরের, বাকি দুই জন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত এক হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯২ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৪৫ জন।

কেএম/এসএসএইচ