বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় পড়ে শ্রমিক আহত
বনানীর সৈনিক ক্লাব এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে সোলায়মান (৪০) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
আহতের সহকর্মী সজীব মিয়া ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায় সোলায়মান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পড়ে গিয়ে তিনি হাত ও মাথায় আঘাত পেয়েছেন।
সোলায়মানের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাতিয়াপাড়া এলাকায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় উপর থেকে পড়ে আহত হয় ওই শ্রমিক। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এসএএ/এমএইচএস