প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় নানীর বাসায় বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে বাসার ছাদে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয় আলিফ। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আলিফের মামা শুভ ঢাকা পোস্টকে জানান, ১৫ দিন আগে নরসিংদী থেকে ঢাকায় নানীর বাড়িতে বেড়াতে আসে আলিফ। দুপুরে বৃষ্টির সময় খালার সঙ্গে ছাদে যায় সে। ছাদে গিয়ে রেলিংয়ে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শুভ জানান, আলিফের বাবা নরসিংদীর মির্জাচর গ্রামের খায়রুল মিয়া। নরসিংদীর কুরেরপাড়া এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

এসএএ/এনএফ