এনডিসি কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দিলেন প্রধানমন্ত্রী
সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, সচিবালয়, মন্ত্রণালয়সহ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করা বিভিন্ন দপ্তরের ৫৭ কর্মকর্তার হাতে সনদ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৩ ডিসেম্বর) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (অনলাইন) উপস্থিত থেকে এসব সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর দেশের ৫৭ জন কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স শেষ করেছেন। এছাড়াও আরও ১২টি দেশের ২৫ জন এ কোর্সে অংশ নেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে জাতির নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনে কোর্স কার্যক্রম পরিচালনা করায় এনডিসির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এনডিসিতে বিদেশি কোর্স মেম্বারদের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সর্ম্পকোন্নয়নে এনডিসির ভূমিকার প্রশংসা করেন তিনি।
জাতীয় উন্নয়নে সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ভূমিকা আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে রচিত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।’
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান কোর্সে অংশগ্রহণকারী এবং কোর্স সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌ বাহিনীর ৪ জন কমোডর ও একজন ক্যাপ্টেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫ জন এয়ার কমোডর, সিভিল সার্ভিসের দুজন অতিরিক্ত সচিব, ১১ জন যুগ্মসচিব, বাংলাদেশ পুলিশের দুজন ডিআইজি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডিজিসহ দেশের মোট ৫৭ জন ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এ অংশগ্রহণ করছেন।
আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এ বাংলাদেশ সেনাবাহিনীর ৩ জন কর্নেল, ৩৩ জন লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ নৌ বাহিনীর দুজন ক্যাপ্টেন ও ৬ জন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনীর ৭ জন গ্রুপ ক্যাপ্টেন ও একজন উইং কমান্ডার অংশগ্রহণ করেন।
এনএম/এফআর