ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মিরসরাই থানার সাহেরখালী ইউনিয়নের খেয়ারঘাট উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন। তিনি বলেন, আটকদের মধ্যে পুরুষ ১ জন, নারী ৪ এবং শিশু রয়েছে ৪ জন । 

আটকরা হলেন- মোহাম্মদ নয়ন (২২), মো. আনিস (১৪), ফাতেমা (৬০),  হুমায়রা (৩০), রোজিনা আক্তার (১৯), একরাম (৬),  জাহিদুল ইসলাম (২), ইয়াসিন (১) ও আজিজা বিবি (১৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে সাহেরখালী ইউনিয়নের খেয়ারঘাট উপকূলীয় এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। স্থানীয়রা তাদের দেখে রোহিঙ্গা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।

পুলিশ কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, তারা কক্সবাজারের টেকনাফে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। রোহিঙ্গাদের কারা ভাসনচর থেকে পালাতে সাহায্য করছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কেএম/জেডএস