আটকেপড়াদের ফেরাতে বাহরাইনকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন - পুরাতন ছবি
করোনা মহামারির কারণে দেশে আটকেপড়া বাংলাদেশি কর্মীদের বাহরাইনে ফেরাতে দেশটির সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে এই অনুরোধ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বর্তমানে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বিনামূলে করোনার ভ্যাকসিন বিতরণ করায় জায়ানিকে ধন্যবাদ জানান। এছাড়া মোমেন সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেন।
এর আগে গত রোববার (১৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বাহরাইন থেকে দেশে ফেরা বাংলাদেশি কর্মীদের আবার দেশটিতে পাঠানোসহ পুনরায় ভিসা চালু করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ভিসা চালুর বিষয়েও সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য দেশটির সরকার এবং বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ঢাকা। তবে বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়টি দেশটির একান্ত এখতিয়ার।
এদিকে, ২০১৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ রয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় চার লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। এসব বাংলাদেশিরা মূলত দেশটির নির্মাণশিল্প, পরিচ্ছন্নতাকর্মী ও গাড়ি চালানোর কাজসহ কিছু ছোট ছোট ব্যবসা পরিচালনা করছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসীকর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে বাহরাইন থেকে ফিরেছেন দুই হাজার ৬৩৫ জন কর্মী, এদের মধ্যে নারী কর্মী রয়েছেন ২৭২ জন।
এনআই/এইচকে