বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ আগারগাঁও শেরেবাংলা নগরে স্পারসোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা সচিব বলেন, স্পারসোয় প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু কর্নার’ সাধারণ জনগণ তথা শিক্ষানুরাগী, গবেষকদের বিজ্ঞান চর্চার পাশাপাশি বঙ্গবন্ধু জীবন দর্শন সম্পর্কে জানতে আরও উদ্বুদ্ধ করবে। জাতির পিতার জীবনাদর্শে উজ্জ্বীবিত হয়ে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের জন্য প্রতি আহ্বান জানান তিনি।

স্পারসোর চেয়ারম্যান মিজানুর রহমানের (অতিরিক্ত সচিব) উদ্যোগে এই কর্নার স্থাপন করা হয়েছে। যাতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা সংগ্রামের উপর প্রকাশিত আলোকচিত্র, বইপত্র সন্নিবেশিত করা হয়েছে।

উল্লেখ্য, স্পারসো একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। স্পারসো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুজিব শতবর্ষ পালন করে আসছে। এর অংশ হিসেবে জাতির পিতার স্মৃতিকে কর্মক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় লালন ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর অনুপ্রেরণাকে সকল কর্মচারীর মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর উধ্বর্তন কর্মকর্তারা।

এনএম/ওএফ