কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় হৃদয়কে
রাজধানীর মতিঝিল এলাকায় হৃদয় ওরফে আলিফ নামে এক যুবককে খুনের ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি ফাহিমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মতিঝিল থানা পুলিশ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, একটি মোবাইল ফোন নিয়ে বিবাদের জেরে কাঁচি দিয়ে বুকে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল হৃদয়কে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, গত ১৩ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে টহল পুলিশ পথচারীর মাধ্যমে ৩৮ উত্তর কমলাপুরের পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর জখম হওয়া এক যুবককে উদ্ধার করে।
টহল পুলিশ ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে ভিকটিমকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে মোবাইল ফোনের সূত্র ধরে ওই যুবকের (ভিকটিমের) নাম জানা যায়। ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। পরে হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর মতিঝিল থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত হয়।
এ ব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, খুন হওয়া ভিকটিম হৃদয় সংশ্লিষ্ট এলাকায় ভাসমান। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে ভিকটিম হৃদয়ের সঙ্গে গ্রেফতার ফাহিমের ঝগড়া ও মারামারি হয়। ঝগড়ার এক পর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।
তদন্তকারী এ কর্মকর্তা বলেন, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতিঝিলের সিরাজ ভবনের পাশে ময়লার স্তুপ থেকে উদ্ধার করা হয় হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি এবং ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মিজানুর রহমান।
জেইউ/এসএম