ভোক্তা অধিকার সমুন্নত রাখতে যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেছেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা।  

বুধবার নীলফামারী জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক সেমিনারে এ অঙ্গীকার করেন তারা।

নীলফামারী জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রংপুর বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী।

সেমিনারে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ক্যাব, চেম্বার অব কমার্স, প্রেস ক্লাব ও বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ী নেতারা।

এসআই/আরএইচ