বেশি লাভের আশায় নকল ওষুধ বাজারজাত করত চক্রটি
নকল ওষুধ সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের কোতোয়ালি জোনাল টিম।
গ্রেফতাররা হলেন, মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির মো. লিটন গাজী (৩২)।
বিজ্ঞাপন
শনিবার সকালে রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও লোকনাথ ড্রাগ হাউস এবং পার্শ্ববর্তী হাজি রানি মেডিসিন মার্কেটের নিচতলার রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়ে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বলেন, নকল ওষুধ সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে চক্রের মুল সরবরাহকারী ও কয়েকজন সহযোগী এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। তাদের কাছ থেকে নকল ওষুধও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরেই এসব দেশি ও বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল হওয়া ওষুধ পলাতক অন্য আসামিদের কাছ থেকে সংগ্রহ করে মিডফোর্ড এলাকায় বাজারজাত করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নম্বর- ২৩) দায়ের করা হয়েছে বলেঅ জানান কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত এ উপ-কমিশনার।
এমএসি/আরএইচ