হানিফ ফ্লাইওভারে এক বাসকে আরেক বাসের ধাক্কা

রাজধানীর হানিফ ফ্লাইওভারে শ্রাবণ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উৎসব পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় উৎসব পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার অংশে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপ-পরিদর্শক তামান্না।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি শ্রাবণ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উৎসব পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে উৎসব পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ ফ্লাইওভারে গুলিস্তান টোল প্লাজার অংশে ধাক্কা খায়। এসময় উৎসব পরিবহনের চালক গুরুত্বর আহত হয়েছে বলে জানতে পেরেছি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আহত চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও হতাহত আছে কিনা বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছি। বাস দুটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এমএসি/ওএফ