প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। দাবি আদায় না হলে ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হলো— নির্দলীয় স্থানীয় সরকার ও এ নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা; প্রত্যেক জেলার খাস জমি বণ্টন কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব রাখা; প্রত্যেক জেলায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং জাতপাতের নামে শ্রেণি বৈষম্য দূর করে মেহনতি জনতাকে বিভক্তিকরণ নীতি বন্ধ করা।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছেন। এতে ভূমিহীনরা খুশি হয়েছিল। প্রয়োজনের তুলনায় ঘরের সংখ্যা অপ্রতুল হলেও কয়েক জেলায় ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়েছে। অনেক জায়গায় প্রকৃত ভূমিহীনরা ঘর না পেয়ে প্রভাবশালীরা ঘর পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

তারা বলেন, কিন্তু যাদেরকে ঘর দেওয়া হয়েছে তারা এখন সে ঘরে থাকতে ভয় পাচ্ছেন। জীবন রক্ষার আশ্রয়স্থল, এখন জীবননাশের হুমকি হিসেবে দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও বরাদ্দের সিংহভাগ দুর্নীতির মাধ্যমে লুটপাট করার অভিযোগ উঠেছে। আবার প্রধানমন্ত্রী দাবি করেছেন, হাতুরি-শাবল দিয়ে দুর্বৃত্তরা ঘর ভেঙেছেন। আমরা দুর্নীতিবাজ ও দুর্বৃত্ত সবার পরিচয় জাতির কাছে প্রকাশের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের ভূমিহীন অসহায় মানুষের এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম দেশের ভূমিহীনরা সহ্য করবে না। আমরা আমাদের রাষ্ট্রীয় মৌলিক অধিকার যেকোনো মূল্যে আদায় করে নেব।

সভা থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে- ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীসহ প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান। দেশের ভূমিহীনদের রাজধানী ঢাকা অভিমুখে পদযাত্রা, ভূমিহীন সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ-সভাপতি অ্যাড. সাজেদা বেগম (সুরমা), সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, প্রধান উপদেষ্টা মো. ইকবাল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক খালেদুজ্জামান পারভেজ প্রমুখ।

এমএইচএন/ওএফ