মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় ঘুরতে গিয়ে ব্রিজের ওপর ছবি তোলার সময় পড়ে গিয়ে ওমর ফারুক হীরা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টায় ফারুক পড়ে যাওয়ার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ফারুকের বড় ভাই আল মিজান ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ঢাকা কলেজ থেকে মাস্টার্স শেষ করেছে। রোববার রাতে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে ৪-৫ বন্ধু মিলে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় গাড়ি থামিয়ে ব্রিজের ওপর ছবি তোলে তারা। এরপর আমার ভাই একা একটি ছবি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে পড়ে যায়।  

তিনি আরও বলেন, আমরা তার মরদেহ নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমাদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কান্তাপাশা গ্রামে।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, ফারুকের মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছেন স্বজনরা।

এসএএ/এনএফ