আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্য চেয়েছে ভূমি মন্ত্রণালয়। এ তথ্য চেয়ে সম্প্রতি দেশের সব বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

উপসচিব মো. তাজুল ইসলাম মিয়া স্বাক্ষরিত চিঠিতে ৭ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্যাদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বদ্ধ জলমহাল বলতে ওই জলমহালকে বুঝায়, যার চর্তুসীমা নির্দিষ্ট অর্থাৎ স্থল ভাগ দ্বারা বেষ্টিত। সাধারণত হাওর, বিল, ঝিল, হ্রদ, দীঘি, পুকুর, ডোবা ইত্যাদি।

এসএইচআর/এমএইচএস