নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় দুর্ঘটনাকবলিত একটি ওয়েল ট্যাংকারের ভেতর আটকে পড়া চালককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ওই চালককে উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, আজ সকালে ৯৯৯ নম্বরে জাকির হোসেন নামে একজন কলার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল মীরেরবাগ থেকে ফোন করে জানান, সেখানে একটি ট্রাক ও অয়েল ট্যাংকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অয়েল ট্যাংকারের চালক ভেতরে আটকা পড়েছেন। আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে বের করে আনতে পারছিলেন না। ৯৯৯ তাৎক্ষণিকভাবে পূর্বাচল ফায়ার স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

তিনি বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পূর্বাচল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন অফিসার মো. জসীম উদ্দীন খান ৯৯৯ কে ফোনে জানান, তারা অয়েল ট্যাংকারের ভেতরে আটকে পড়া চালক সোহেলকে (৩০) নিরাপদে উদ্ধার করতে সমর্থ হয়েছেন। সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমএসি/এসকেডি