অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি দল টঙ্গীতে অভিযান চালায়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়া হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। তারা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেয়াদোত্তীর্ণ মেডিসিন ব্যবহার করছেন।

সাধারণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে রেখে প্রচুর টাকার বিল বানিয়ে রোগীদের সর্বস্বান্ত করেন বলেও তথ্য মিলছে। তাছাড়া তারা কতিপয় অসাধু দালাল ও প্রতারক চক্রের সদস্যদের মাধ্যমে রোগীদের তাদের হাসপাতালে রোগী ভর্তি করিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর একটি দল টঙ্গী পূর্ব থানার নিউ লাইফ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার ও মা মেডিকেল সেন্টারে অভিযান চালায়। 

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। এ সময় স্বাস্থ্য অধিদফতরের ডা. কিশলয় সাহা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অপরাধে নিউ লাইফ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আশরাফুল ইসলামকে দুই লাখ টাকা, ডা. মতিউর রহমানকে দুই লাখ টাকা, মা মেডিকেল সেন্টারের সুচিত্রা রোজারিওকে (সুচি) ৫০ হাজার টাকাসহ মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। 

জেইউ/আরএইচ