কনস্টেবলদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করছেন আইজিপি বেনজীর আহমেদ (পাবনা জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের ফেসবুক ওয়াল থেকে নেওয়া ছবি)

কনস্টেবলদের সঙ্গে সময় নিয়ে কুশল বিনিময় ও হাত মেলানোর (সামাজিক দূরত্ব মেনে) ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

ছবি দুটি বুধবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিগুলো পোস্ট করেন পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (আরএনপিপি) পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে একটি মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, আইজিপি তিনজন কনস্টেবলের সালাম গ্রহণ করে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দ্বিতীয় ছবিতে তাকে সামাজিক দূরত্ব বজায় রেখে কনস্টেবলদের সঙ্গে হাত (মুষ্টিবদ্ধ) মেলাতে দেখা যায়।

ছবিটি পোস্ট করে এসপি মহিবুল ইসলাম লিখেছেন, ‘বাহিনী প্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যর সঙ্গে এভাবে বিদায় নেন নিশ্চয়ই তার জন্য তা অনেক আবেগ ও গর্বের মুহূর্ত তৈরি করে।’

তিনি আরও লিখেছেন, ‘মান্যবর আইজিপি স্যার গতকাল পাবনার ঈশ্বরদীতে এক সংক্ষিপ্ত সরকারি সফরে আসেন। বিদায় মুহূর্তে ডিআইজি স্যার থেকে শুরু করে উপস্থিত পুলিশ পরিদর্শক সবার সঙ্গে কোভিডকালীন করমর্দন করলেন। সবার পালা শেষ করে স্যার ডিউটিরত কনস্টবলদের কাছে এগিয়ে গেলেন। ওদের চোখেমুখে আমি বিস্মিত ও আনন্দিত হওয়ার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করলাম। একজন সাহস করে বলে ফেলল, খুব ভাল লাগল স্যার। দেখলাম ও শিখলাম। স্যালুট টু আইজিপি স্যার। আপনার যোগ্য নেতৃত্বে বহুদূর এগিয়ে যাব আমরা।’

এদিকে ছবিটি দেখে অনেকেই ফেসবুকে ইতিবাচক মন্তব্য করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. মাহবুব কবীর মিলন লেখেন, ‘ক্ষমতা, মানবিকতা, ডেডিকেশন এবং কমিটমেন্ট যদি এক সঙ্গে সমন্বিত হয়, তবে এর থেকে ভালো কিছু আর হয় না। এখন সবার দায়িত্ব, ওনাকে দিয়ে করিয়ে নেওয়া। ধন্যবাদ আইজিপি স্যারকে।’

আনোয়ার হোসেন নামে একজন লেখেন, ‘সত্যিই আমি প্রথম দেখলাম। একজন পুলিশ প্রধান হয়েও একজন কনস্টেবলের সঙ্গে এভাবে কথা বলতে। ধন্যবাদ বিষয়টি আমাদের সামনে তুলে ধরার জন্য।’

আরমান আহমেদ বিজয় নামে আরেকজন লিখেছেন, ‘শ্রদ্ধা সম্মান আর ভালোবাসায় শির নত হয়ে যায়। এমন সুযোগ্য, বিনয়ী আইজিপি মহোদয়ের তরে জীবন উপসর্গ নেহাতই গর্বের বিষয় হবে।’

এআর/এসকেডি/জেএস