আজ ঢাকাসহ সারাদেশে দিনের প্রথমভাগে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে দেখা দিতে পারে মেঘ। কোথাও কোথাও নামতে পারে বৃষ্টি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আফতাব আহমেদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, দিনের শুরু থেকেই আজ রোদের দেখা মিলছে। তবে দুপুরের পর বিশেষ করে বিকেলের দিকে আকাশে মেঘ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বরিশালে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানায়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী তিনদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কুমারখালীতে ৪ ডিগ্রি সেলসিয়াস।

একে/এমএইচএস