যুব উন্নয়ন অধিদফতরে নতুন ডিজি
যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক আজহারুল ইসলাম খান
যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. আজহারুল ইসলাম খান।
বুধবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এর আগে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৭ জানুয়ারি যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আক্তারুজ্জামানকে ওএসডি করা হয়।
১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল যুব উন্নয়ন অধিদফতর। বাংলাদেশের উন্নয়ন, গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক, মানবিক মূল্য বোধসম্পন্ন আধুনিক যুব সমাজ গঠন এবং তাদের প্রতিভার বিকাশসহ ক্ষমতায়ন নিশ্চিত করাই এর ভিশন ও মিশন।
বিজ্ঞাপন
অন্যদিকে, আরেক আদেশের মাধ্যমে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হয়েছেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) পারভীন আক্তার।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালনা পরিষদ ১৯৭৩ সালে গঠন করা হয়। ১৯৭২ সালের বাংলাদেশ পর্যটন করপোরেশন গঠনের অধ্যাদেশ নীতিমালা অনুযায়ী পরিচালনা পরিষদ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সংস্থার মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কার্যাদি প্রণয়ন করবে, পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় যাতায়াত, আবাসন ব্যবস্থা এবং সেবা প্রদানের নীতিমালা প্রণয়ন।
এছাড়া আরও রয়েছে- বিদেশ কিংবা স্থানীয় পর্যটকদের জন্যে আতিথেয়তা এবং তথ্য দেওয়া, জনগণের মাঝে পর্যটন সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, পর্যটনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্যে নির্দেশনা ও প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলা।
এসএইচআর/এমএইচএস