বুড়িগঙ্গা নদীর তীর উদ্ধার অভিযানের সংগৃহীত ছবি

বুড়িগঙ্গা নদীর তীর উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চতুর্থ দিনের মত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিযানটি শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

ঢাকা পোস্টকে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার অভিযানে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

নদীর তীর উদ্ধারে করতে গত চারদিন ধরেই কামরাঙ্গীরচর এলাকায় টানা অভিযান চালাচ্ছে বিআইডব্লিটিএ। এটি নিয়মিত চলবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। অভিযানের আওতায় পড়া বহুতল ভবন, পাকা-আধা পাকা ঘর, টং ঘরসহ সবকিছুই গুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র সরকারি স্কুল, মসজিদ, মন্দিরের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আপাতত সেগুলো ভাঙা হচ্ছে না।

এইচএন/এমএইচএস