বিমানবন্দরে ২৫০ কেজির আরও একটি বোমাসদৃশ বস্তু
বুধবার উদ্ধার হওয়া বোমার ছবি : আইএসপিআর
রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চালানোর সময় আবারও একটি বোমাসদৃশ সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এরআগে বুধবার ২৫০ কেজি ওজনের একটি বোমা পাওয়া গেছিল সেখান থেকে।
সোমবার উদ্ধার করা বোমাসদৃশ সিলিন্ডারটি পরীক্ষা নিরিক্ষা করে নিষ্ক্রিয় করার জন্য বিমানবাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট নিয়ে গেছে বলে জানা গেছে ।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খান।
নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের আগের জায়গা থেকে এটি আজ সকালে সাড়ে ৮ টার দিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খান
বিজ্ঞাপন
তিনি বলেন, এ বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি ও বিমানবাহিনী দেখছে। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের আগের জায়গা থেকে এটি আজ সকালে সাড়ে ৮ টার দিকে উদ্ধার করা হয়েছে।
বুধবার উদ্ধার হওয়া বোমাটি প্রসঙ্গে আইএসপিআরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ডিমোলিশ/ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সাথে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এমএসি/এনএফ