পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা/ ছবি : ঢাকা পোস্ট

চট্টগ্রামের বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় নাগিন পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও প্লট তৈরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

মামলার আসামিরা হলেন : খোরশেদ আলম, খালেদ মাহমুদ বাবুল, শোয়েব, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মনির উদ্দিন, মো. মনসুর, আমীর হোসেন, নুরুচ্ছাবাহ ও ওয়াহিদুল্লাহ।

চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদল হক, জুনিয়র কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন নাগিন পাহাড়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। এরপর ১০ জনকে আজ শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা আজ শুনানিতে হাজির হননি। পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও প্লট তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর নাগিন পাহাড় কাটার দায়ে ১৬ জনকে ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

কেএম/এসকেডি