রাজধানীর পল্লবী এলাকার একটি কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করার সময় মো. হান্নান মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে মানুষের ৩টি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬টি মাজার হাড় জব্দ করা হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, কোনো এক কবিরাজের জন্য মানুষের কঙ্কাল চুরি করত হান্নান। চুরির পর এক সেট কঙ্কাল ৩ হাজার টাকায় কবিরাজের কাছে বিক্রি করত। তবে ঐ কবিরাজ কি উদ্দেশে হান্নানকে দিয়ে কঙ্কাল চুরির কাজ করাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে হান্নানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার মো. হান্নানের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি। সে বালুরমাঠ এলাকায় থাকত। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে কঙ্কাল চুরির সময় পল্লবীর কালশী কবরস্থানের বাউন্ডারির ভেতর থেকে গ্রেফতার করা হয়।

ওসি মো. পারভেজ বলেন, মঙ্গলবার দিবাগত রাতে আমাদের একটি টহল টিম জানতে পারে পল্লবীর ১১ নং সেকশনে কালশী কবরস্থানে মানুষের কঙ্কালসহ এক ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে। টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হান্নান নামের একজনকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে মানুষের ৩টি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬টি মাজার হাড় জব্দ করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চার-পাঁচ বছরের পুরোনো কবরের উপরে সাধারণত মাটি ফেলা হয় নতুন কবর তৈরি করার জন্য। মাটি ফেলার সময় পুরোনো কিছু কবর থেকে মানুষের হাড় বেরিয়ে আসে। পরে সেগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখে আবার মাটি দেওয়ার জন্য। সেই জায়গার মাটি খুঁড়ে হান্নান এখন পর্যন্ত দুইবার কঙ্কাল চুরি করেছে।

সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এক কবিরাজ তার কাছ থেকে চুরি করা কঙ্কালগুলো কিনে নিত ৩ হাজার টাকায়। সে এখন পর্যন্ত একবার ওই কবিরাজের কাছে কঙ্কাল বিক্রি করেছে। ওই কবিরাজের কথায় সে কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করতে নামে। দ্বিতীয়বার চুরি করার সময় স্থানীয় লোকজন ও পুলিশের হাতে ধরা পড়ে।

আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ঐ কবিরাজ এসব কঙ্কাল দিয়ে ভুয়া তন্ত্র-মন্ত্র খেলা দেখিয়ে মানুষকে হয়তবা ঠকিয়ে থাকতে পারে। তবে আমরা এখনো বিষয়টি নিশ্চিত নই। ঐ কবিরাজকে গ্রেফতারের চেষ্টা করছি। তাকে গ্রেফতার করতে পারলে জানা যাবে কঙ্কাল দিয়ে সে করত, বলেন ওসি মো. পারভেজ।

এমএসি/জেডএস