বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশের ভবিষ্যত দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০২১-২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরের কৌশলগত কর্ম পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এ কর্মপরিকল্পনার উদ্ধোধন করা হয়।

রেড ক্রিসেন্ট জানায়, আগামী দিনে সোসাইটির কার্যক্রমকে বেগবান ও সময়োপযোগী করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে তাদের কৌশলগত কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব, সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, সোসাইটর মহাসচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মাদ নাসিম, তুরস্ক দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি গাইজেন আইদিন ইরডেম ও আইএফআরসির হেড অব ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলী।

সোসাইটির চেয়ারম্যান আবদুল ওয়াহ্হাব বলেন, এই কৌশলটি আমাদের অতীত থেকে শেখার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি ভবিষ্যতের চাহিদা, প্রবণতা এবং জাতীয় ও আন্তর্জাতিক গতিশীলতাও বিবেচনা করেছে। আমাদের দৃষ্টি ও মিশন আইএফআরসি কৌশল ২০৩০ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমাদের কৌশলগত কর্ম পরিকল্পনা টেকসই উন্নয়নের লক্ষ্যে অবদান রাখতে চায়।

আবদুল ওয়াহ্হাব জানান, রেড ক্রিসেন্ট বন্যা ও ঘূর্ণিঝড়; নদী ভাঙন; করোনা ও অন্যান্য মহামারী; জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট; শহুরে বহু বিপত্তি, অভ্যন্তরীণ ও বহিরাগত অভিবাসন এবং স্থানচ্যুতি এই ৬টি মানবিক চ্যালেঞ্জ বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করে যাবে।

সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন বলেন, গত ২০ বছর ধরে বিডিআরসিএস চার থেকে পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। বিডিআরসিএস ষষ্ঠ কৌশলগত পরিকল্পনার দ্বারা মানসম্মত সেবার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় সমাজ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।                           

এনআই/ওএফ