আইসিসিআর নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আইসিসিআর বৃত্তির জন্য বাংলাদেশজুড়ে ঢাকা (১৭০), চট্টগ্রাম (৩২), রাজশাহী (২২), সিলেট (২০) এবং খুলনা (১৬) থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আকর্ষণ করে, এরপরে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং নৃত্য ও সংস্কৃতি। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭৪ শতাংশ পুরুষ এবং ২৬ শতাংশ নারী।
বিজ্ঞাপন
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন শিক্ষাক্রম থেকে আসা এ শিক্ষার্থীরা এখন ভারতের বিভিন্ন অঞ্চলের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করবে। এর ফলে তারা ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি-ঐতিহ্যের সাথে যোগাযোগের মাধ্যমে সেই অঞ্চলের বৈচিত্র্যকে উপলব্ধি করবে। এই তরুণ মেধাবীরা তাদের সফল শিক্ষাজীবনের পর, বাংলাদেশের সকল ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিতে নেতৃত্ব দেবে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী অনুষ্ঠানে আইসিসিআর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তার পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন যাতে শিক্ষার্থীরা বিদেশে তাদের নতুন জীবনে খাপ খাইয়ে নিতে উৎসাহিত হয়। নতুন শিক্ষাজীবনে পদার্পণ করতে যাওয়া তরুণ শিক্ষার্থীদের প্রশ্নেরও উত্তর দেন হাই কমিশনার।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আইসিসিআর ভারত সরকারের অন্যতম প্রধান কর্মসূচি, যার আওতায় মেধাবী বাংলাদেশি নাগরিকরা ভারতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে বিভিন্ন কোর্স করার সুযোগ পায়। আইসিসিআর বৃত্তি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং প্রায় চার হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী এ পর্যন্ত বৃত্তি পেয়েছে।
এনআই/এসকেডি