সিটি করপোরেশনকে নালার মুখ ঢাকতে এক ট্রাক স্ল্যাব দিলেন মনজুর আলম
চট্টগ্রাম সিটি করপোরেশনকে এক ট্রাক স্ল্যাব দিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম। চট্টগ্রাম নগরীতে খাল-নালায় পড়ে প্রাণহানি ঠেকাতে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টাইগার পাসে নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে ট্রাকভর্তি স্ল্যাব নিয়ে হাজির হন মনজুর। এরপর তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিমের কাছে স্ল্যাবগুলো বুঝিয়ে দেন। মেয়রের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন মনজুর আলম। এ সময় তিনি নগরীতে বিদ্যমান সব খোলা নালার উপর জরুরিভিত্তিতে স্ল্যাব দিতে মেয়রকে অনুরোধ করেন।
বিজ্ঞাপন
সাবেক মেয়র মনজুর আলম বলেন, চট্টগ্রাম শহরের বিদ্যমান সব খোলা নালার উপর জরুরিভিত্তিতে স্ল্যাব বসানোর জন্য মেয়রকে অনুরোধ করেছি। এসময় আমার পক্ষ থেকে এক ট্র্যাক স্ল্যাব দিয়েছি।
মনজুর আলম বলেন, আমি নিজেই উনার অ্যাপয়েনমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। নালা-নর্দমায় পড়ে মানুষের মৃত্যু খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে মেয়রকে বলেছি। অনেক জায়গায় সড়ক বাতি নেই, অন্ধকার হয়ে যায় সন্ধ্যার পর। সড়ক বাতি লাগাতে বলেছি। মেয়র সাহেবকে বলেছি, আসলে মানুষ চিনে জনপ্রতিনিধিকে। আপনি জনপ্রতিনিধি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া। এর আগে গত ২৫ আগস্ট বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ নামে এক সবজি বিক্রেতা। গত এক মাসেও তার খোঁজ মেলেনি। এ পরিস্থিতিতে মেয়র রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যান মনজুর আলম।
এসব ঘটনায় একে অন্যকে দুষছে নগরের দুই সেবা সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ নিয়ে নগরবাসী ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কেএম/এসএসএইচ