এফ. এম. বোরহান উদ্দিন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের মহাপরিচালক ও করোনা সেলের সমন্বয়ক এফ. এম. বোরহান উদ্দিনকে ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোরহান উদ্দিন ১৫তম বিসিএসের (পররাষ্ট্র) কর্মকর্তা। কূটনীতিক হিসেবে কায়রো, দুবাই, সিওল ও কলোম্বোতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। 

ইস্তাম্বুল ও জেদ্দায় কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন বোরহান উদ্দিন। এছাড়া তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেছেন।

বোরহান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (এলএলবি) অনার্স সম্পন্ন করেন। 

এনআই/আরএইচ