রাজধানীর কলাবাগানে খেলতে গিয়ে ভবন থেকে ইট পড়ে জান্নাত আক্তার আরিফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা রহমান ঢাকা পোস্টকে বলেন, শিশুটি কলাবাগান থানার কাঁঠালবাগান বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় পাশের ছয়তলা ভবনের উপর থেকে শিশুটির মাথায় ইট পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শিশুটির বাবা মো. মামুন জানান, মেয়ে সকালের দিকে বাসার সামনে খেলতে যায়। পাশের ভবনের উপর থেকে হঠাৎ ইট পড়ে আমার মেয়ের মাথায়। এরপর ওখানেই আমার মেয়ে মারা যায়। ডাক্তারের কাছেও নিতে পারিনি। ময়নাতদন্ত শেষ হয়েছে ,এখন আমরা মেয়ের মরদেহ নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর কুরাইন্না গ্রামে।

এসএএ/জেডএস