চমেকের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ( ৪ অক্টোবর) বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার। তবে তার নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, গতকাল রোববার রাত ২টার দিকে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ওই যুবক আহত হন। তাকে স্থানীয় এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় এই যুবক অজ্ঞান থাকায় তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি হাসপাতালের ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন।
আলাউদ্দিন তালুকদার বলেন, সোমবার সকালে চিকিৎসক ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তাকে বেডে দেখতে পাননি। পরে তল্লাশি করে হাসপাতালের নিচে থেকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। তারপর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ২৬ নং ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, পাঁচতলা থেকে লাফিয়ে তিনি নিচে পড়ে আহত হয়েছিলেন।
বিজ্ঞাপন
কেএম/এসকেডি