সোনারগাঁওয়ের পানাম নগরের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলও পরিদর্শন করেন তিনি। 

রাষ্ট্রদূত মিলার টুইটারে পৃথক বার্তায় পানাম নগর ও কার্জন হল পরিদর্শনের কথা জানান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) পানাম নগর পরিদর্শন নিয়ে মিলার টুইটে লেখেন, প্রাচীন শহর সোনারগাঁও এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করা বিস্ময়কর, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি চমৎকার উদাহরণ। 

রাষ্ট্রদূতের পানাম নগর পরিদর্শন নিয়ে ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য দৃষ্টান্ত সোনারগাঁওয়ের প্রাচীন নগর ও পানাম নগরের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ এই স্থান সংরক্ষণে সহায়তা দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প আসছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরিদর্শন নিয়ে বুধবার (৬ অক্টোবর) টুইটে মিলার লিখেছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফিরে আসা এবং আমাদের বহু দশকের শিক্ষা বিষয়ক অংশীদারত্ব উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন কার্জন হল ও অন্যান্য ঐতিহাসিক ভবনগুলো পুনরায় দেখতে পেরে আনন্দিত বোধ করেছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এ স্থাপনাগুলোর গুরুত্ব অপরিসীম।

এনআই/এসকেডি