সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃহীত
এক ম্যাচ হাতে রেখেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ বিরতির ক্রিকেটের এমন সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এই অভিনন্দন বার্তা পাঠান।
এদিকে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল (এমপি)।
বিজ্ঞাপন
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করায় আমি আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, আগামী ম্যাচও জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।
অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। এর ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তিন সিরিজ জিতল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০০ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম জয়।
এতে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ৪ উইকেট মেহেদী হাসান মিরাজের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ভাগে নিয়েছেন দুটি করে। ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে রভম্যান পাওয়েল সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। বাকিরা যোগ দিয়েছেন আসা-যাওয়ায় মিছিলে।
১৪৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রান করে আউট হন ওপেনার লিটন দাস। এ দিন নাজমুল হোসেন শান্তও ফেরেন ১৭ রান করে। তবে একপ্রান্ত আগলে রেখে নিজের ৪৮ তম অর্ধশতক তুলে নেন তামিম। ৭২ বলে ফিফটি পূরণ করার পরের বলেই অবশ্য সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। যেখানে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
এরপর সাকিব আল হাসানের অপরাজিত ৪৩ ও মুশফিকুর রহিমের ৯ রানের সুবাদে ১০০ বল ও সাত উইকেট হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের ফলে ওয়ানডে সুপার লিগের খাতায় ২০ পয়েন্ট অর্জন করলো টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে। আর সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
এইউএ/এফআর